ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য নিহত

আরটিভি নিউজ

শনিবার, ২০ জানুয়ারি ২০২৪ , ০৬:২৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কের কূটনৈতিক এলাকায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ডের চার উপদেষ্টা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২০ জানুয়ারি) ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইরাকের ইরবিলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ‘সেফ হাউজ’ লক্ষ্য করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যে হামলা চালিয়েছে, সেটির প্রতিশোধ নিতে ইসরায়েল বিপ্লবী গার্ডের একটি গোয়েন্দা ইউনিটকে লক্ষ্য করে সিরিয়ায় এ হামলা চালানো হয়েছে। 

বিজ্ঞাপন

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, সিরিয়ার রাজধানীর পশ্চিমাঞ্চলের মাজেহ এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকায় লেবানন ও ইরানসহ বেশ কিছু দেশের কূটনৈতিক মিশন রয়েছে।

এদিকে এ হামলার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ হামলায় পাঁচজন নিহত হয়েছেন। ভবনটিতে ‘ইরান সংশ্লিষ্ট নেতারা’ বৈঠক করছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |