ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ প্রাণহানি
ভারতের মধ্যপ্রদেশে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে বলে খবর পাওয়া গেছে। একই ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজ্যের হারদা জেলার বৈরাগড় এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আতশবাজি তৈরির ওই কারখানাটির বৈধতা ছিল না বলে নিশ্চিত করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
বিস্ফোরণের ঘটনাটির বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওগুলোতে দেখা যায়, আতশবাজি তৈরির অবৈধ ওই কারখানাটিতে একাধিক বিস্ফোরণের ঘটে এবং এর পরপরই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় ওই কারখানায় দুই শতাধিক লোক কাজ করছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, এখন পর্যন্ত বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
স্থানীয় দমকল বাহিনী এবং রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) দল এখনও ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধারকৃত আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ভোপালের হামিদিয়া হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
ভয়াবহ এ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এছাড়া জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার রুপি অনুদানের কথা ঘোষণা করেছেন তিনি।
মন্তব্য করুন