• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বুরকিনা ফাসোতে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৩
গির্জায় হামলা
ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মালির সীমান্তের কাছে অবস্থিত বুরকিনা ফাসোর ওদালান প্রদেশের এসসাকানে গ্রামে রোববার উপাসনার সময় ওই ক্যাথলিক গির্জায় হামলার ঘটনা ঘটে। চার্চের একজন কর্মকর্তা হামলাকারী বন্দুকধারীদের সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে ইঙ্গিত করেছেন। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় ডায়োসিসের প্রধান অ্যাবট জিন-পিয়েরে সোয়াদোগোর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর ১২ জন তাৎক্ষণিকভাবে মারা গেছেন। এ ছাড়া অপর তিনজন হাসপাতালে মারা যান। আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। দেশটির কর্তৃপক্ষ আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠী সাহেল অঞ্চলের বিশাল অংশ দখল করে রেখেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় ট্রেনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ৬ 
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২
বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরও ৫, সেনা মোতায়েন
কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, অটোরিকশার ৫ যাত্রী নিহত