ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

টঙ্গীতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩১ মার্চ ২০২৪ , ১১:৪১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

রোববার (৩১ মার্চ) দুপুরে টঙ্গীর আলেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তরুণ ফাহিমকে (২০) গ্রেপ্তার করেছে। তিনি ঠাকুরগাঁও জেলার সদর থানার সরকার পাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। ফাহিম মিরাশপাড়া এলাকায় কাইয়ুম মোল্লার বাসার ভাড়াটিয়া।

অভিযুক্ত ফাহিম টঙ্গীর বিসিক এলাকার একটি ওয়াশিং কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, নির্যাতিতা ওই শিশু ও ফাহিম একই মালিকানাধীন পাশাপাশি পৃথক দুটি বাড়িতে ভাড়া থাকতেন। রোববার দুপুরে ভাড়া বাসার পাশে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় ফাহিম চকলেট দেওয়ার কথা বলে চারতলা ভবনের নিজ ফ্লাটে ডেকে নিয়ে যায় শিশুটিকে। এরও এক পর্যায়ে ফ্ল্যাটের একটি কক্ষে ধর্ষণ করেন। এরই মধ্যে কিছু সময় পর শিশুটিকে না দেখতে পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটির মা ওই ভবনের কক্ষে গেলে অভিযুক্ত ফাহিম শিশুটিকে কক্ষে ফেলে দৌড়ে পালিয়ে যায়। রোববার সন্ধ্যায় পুলিশকে বিষয়টি জানালে পুলিশ অভিযুক্ত ফাহিমকে আটক করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় রাত আটটায় শিশুটির বাবা টঙ্গী পূর্ব থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

বিজ্ঞাপন

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান।  তিনি বলেন, মামলা দায়েরের পর আটককৃত ফাহিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |