• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

দিনের বেলায় আমিরাতের আকাশে ঈদের চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ এপ্রিল ২০২৪, ১৯:২৪

মধ্যপ্রাচ্যে সোমবার ঈদের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হলেও এদিন চাঁদ দেখা না যাওয়ায় ওই অঞ্চলে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে চাঁদটি দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতে। খবর খালিজ টাইমসের।

জানা গেছে, আমিরাতের আকাশে সকাল বেলাই উঁকি দেয় অস্পষ্ট ঈদের চাঁদ। এটির ছবি প্রকাশ করেছে অ্যাস্ট্রোনোমি সেন্টার। আল-খাত জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে চাঁদের ছবিটি তোলা হয়েছে। ছবিটি এমন সময় তোলা হয় যখন মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে এটি খালি চোখে দেখা যাচ্ছিল না।

এদিকে, আমিরাতের সাধারণ মানুষ ঈদে টানা ৯দিনের ছুটি পেয়েছেন। ছুটি বেশি পাওয়ায় দেশটিতে ঈদ উৎসবের মাত্রাও বৃদ্ধি পেয়েছে।

ঈদের উৎসবের সময় আমিরাতে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, আমিরাতের মতো সৌদি আরবেও ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি সোমবারন। এরপর দেশটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় বুধবার উদযাপিত হবে মহাখুশির ঈদ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে মানা
চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার
ভারতের নির্দেশেই সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: মাসুদ সাঈদী
শহীদ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে