ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ইসরায়েলে হামলা

হিজবুল্লাহ এবং হুথিরাও যোগ দিয়েছে ইরানের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৪ এপ্রিল ২০২৪ , ০৬:৪১ এএম


loading/img
ফাইল ছবি

ইরানের পাশাপাশি লেবানন ও ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) মধ্যরাতে এসব হামলা হয়। খবর টাইমস অব ইসরায়েলের।

বিজ্ঞাপন

ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি অ্যামব্রে ও সংবাদ সংস্থা রয়টার্স বলছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) পাশাপাশি ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইসরায়েলের দিকে। লেবানন থেকে তাদের সঙ্গে যোগ দিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীও।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর রকেট হামলার ঘটনায় সাইরেন বাজানো হয়েছে উত্তর ইসরায়েলে। সংবাদমাধ্যমটির দাবি, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই উত্তর ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের ইরানপন্থি এ গোষ্ঠী। তাৎক্ষণিকভাবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এর আগে ইসরায়েলি  সেনাবাহিনী জানিয়েছিল, শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। এসব ড্রোন ইসরায়েলি  আকাশসীমায়  পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে তারা।

সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চলছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |