• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

মণিপুরে জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই জওয়ান

কলকাতা প্রতিনিধি

  ২৭ এপ্রিল ২০২৪, ১৪:০১

ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে কুকী জঙ্গিদের বোমা হামলায় প্রাণ গেল দুই সিআরপিএফ জওয়ানের। আহত হয়েছেন আরও দুই জওয়ান।

শনিবার (২৭ এপ্রিল) মধ্যরাত থেকে এই সংঘর্ষ শুরু হয়। সংবাদ সংস্থার সূত্রে খবর, গভীর রাত থেকে বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলছে জঙ্গিদের।

ওই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর একটি চেকপোস্ট রয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে সেই চেকপোস্ট লক্ষ্য করেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। হঠাৎ হামলায় সেনারা একটু হকচকিয়ে গেলেও, তারাও পাল্টা গুলি চালাতে শুরু করেন। কিছুক্ষণ গুলির লড়াই চলার পর জঙ্গিরা আউটপোস্ট লক্ষ্য করে বোমা ছোড়ে।

ওই শক্তিশালী বিস্ফোরণেই আহত হন চার জন সিআরপিএফ জওয়ান। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই জওয়ান মারা যান। গুরুতর জখম দুই জওয়ান। তাদের চিকিৎসা চলছে।

গোটা এলাকা কর্ডন করে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও আধাসেনা। এলাকায় কুকি জঙ্গিদের বড়সড় ডেরা রয়েছে বলে ‘মিলিটারি ইন্টেলিজেন্স’ থেকে আগেই খবর পেয়েছিল যৌথবাহিনী।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মণিপুর ছাড়লেন গভর্নর
উত্তপ্ত মণিপুর, বন্ধ ইন্টারনেট সেবা
জ্যোতিকে সম্মাননা দেবে মণিপুরি থিয়েটার