• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

জার্মানিতে ৬ বছরের এক শিশুর সন্ধানে ১২০০ জন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ১০:৩৩
ছবি : ডয়েচে ভেলে

জার্মানিতে সপ্তাহখানেক আগে নিখোঁজ হওয়া ৬ বছরের এক শিশুকে খুঁজতে পুলিশ, সেনা, দমকলকর্মী ও স্বেচ্ছাসেবী মিলে প্রায় ১,২০০ জন কাজ করছেন। আরিয়ান নামে নিখোঁজ ওই শিশুটি অটিস্টিক বলে জানা গেছে। খবর ডয়েচে ভেলের।

জানা গেছে, উত্তর জার্মানির শহর ব্রেমারফ্যোরডের এলম এলাকায় এই খোঁজ চলছে। সিসি ক্যামেরায় দেখা গেছে, গত সপ্তাহের সোমবার সন্ধ্যায় আরিয়ান নামের ওই শিশু বাসা থেকে বের হয়ে কাছের বনের দিকে যাচ্ছিল। সেই সময় তার পরনে কমলা রংয়ের ফুলহাতা সোয়েটার ও কালো ড্রাগন প্রিন্টের প্যান্ট ছিল।

পুলিশ বলছে, আরিয়ানের অটিজম আছে। তাকে খুঁজতে নৌকা, ড্রোন, স্নিফার কুকুর ব্যবহার করা হচ্ছে। এছাড়া সেনারা নাইট ভিশন গগলস, আর পুলিশ ডাইভার ব্যবহার করছে। নদী, বিল এমনকি পাইপের মধ্যেও খোঁজ চলছে।

তদন্তকারীরা বলছেন, আরিয়ানের নিখোঁজের পেছনে কোনো অপরাধীর সম্পৃক্ততা পাওয়া যায়নি। আর পুলিশ বলছে, যে জায়গায় খোঁজ চলছে সেখানে গত কয়েকদিনে আরিয়ানের পায়ের ছাপ পাওয়া গেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজের দুই সপ্তাহ পর খোঁজ মিলল অভিনেত্রীর, অতঃপর...
জার্মানির গণতন্ত্র নিয়ে জার্মানদের সন্তুষ্টি কমেছে
দুপুরে নিখোঁজ শিশু, সন্ধ্যায় পুকুরে মিলল মরদেহ
তিন দিন নিখোঁজের পর ৭ টুকরো লাশ মিলল শিল্পপতির