রাইসির দুর্ঘটনার খবরে মার্কিন কংগ্রেসম্যানের ‘উচ্ছ্বাস’
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। আর এমন খবরে ‘উচ্ছ্বাস’ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান রিক স্কট বলেছেন, ‘রাইসি মারা গেলে বিশ্ব এখন নিরাপদ’ জায়গা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রিক স্কট সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রাইসি সম্পর্কে লিখেছেন, ‘তাকে ভালোবাসা বা সম্মান করা হয়নি এবং কেউ তাকে মিস করবে না। যদি তিনি চলে যান, আমি সত্যিই আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খুনি স্বৈরশাসকদের হাত থেকে ফিরিয়ে নেওয়ার সুযোগ পাবে।’
তার মন্তব্য মধ্যপ্রাচ্যের অনেক মার্কিন মিত্রসহ রাইসির নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করে এমন অসংখ্য বিদেশি কর্মকর্তা এবং দেশগুলোর সঙ্গে সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়েছে।
দুর্ঘটনা নিয়ে এর আগে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, ‘ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টারের সম্ভাব্য বিধ্বস্তের ঘটনার খবর দেখছে যুক্তরাষ্ট্র।’ হোয়াইট হাউস আরও জানিয়েছে, ‘প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।’
মন্তব্য করুন