তুরস্কের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্র সমর্থিত ৪ সেনা নিহত
সিরিয়ায় ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত চার সেনাকে হত্যা করেছে তুরস্ক।
শনিবার (১ জুন) আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার (৩১ মে) ড্রোন হামলা চালায় তুরস্ক। এতে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) চার সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ বেসামরিক নাগরিক।
এসডিএফ’র পক্ষ থেকে জানানো হয়, তুরস্কের ড্রোনের আঘাতে বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, কামিশলি শহরেও হামলা চালিয়েছে তুরস্ক। তবে, এ বিষয়ে তুরস্ক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
এর আগে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, কুর্দি বাহিনী যদি উত্তরাঞ্চলীয় সিরিয়ায় নির্বাচনের পরিকল্পনা করে তাহলে আঙ্কারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না।
তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দি বাহিনীর সঙ্গে সিরিয়ার ওই গোষ্ঠীর যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চল কুর্দি নেতারা নিজেদের নিয়ন্ত্রণে রেখে পরিচালনা করে আসছে। এ অঞ্চলকে তারা স্বায়ত্তশাসন হিসেবে দাবি করে এবং আগামী ১১ জুন এখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন