ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আজাদ জম্মু-কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০২ জুন ২০২৪ , ০২:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পাকিস্তানের আজাদ জম্মু-কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক এই প্রধানমন্ত্রীকে মারগাল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার রাতে তাকে ইসলামাবাদ পুলিশ আটক করেছে বলে ডন প্রতিবেদনে প্রকাশ করে।

পারিবারিক সম্পত্তি নিয়ে বিতর্ক এবং গুলি চালানোর অভিযোগে তার পরিবারের এক সদস্যের করা এফআইআরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

মামলার অভিযোগপত্রে বলা হয়, ইলিয়াস, অনিল সুলতান, মোহাম্মদ আলী এবং আরও ২৫ জন পাক গালফ কনস্ট্রকশন কোম্পানি ভেঙে দেন।

তানভীর ইলিয়াসের মুখপাত্র জানিয়েছে, পুলিশ ইলিয়াসকে গ্রেপ্তারের সময় তার বাড়ির চারদিকে ঘিরে রেখেছিল। 

তবে ইসলামাবাদ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গ্রেপ্তারের আগে সব ধরনের আনুষ্ঠানিকতা পূরণ করা হয়েছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |