• ঢাকা মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
logo

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২৪, ০৮:৪১
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
ফাইল ছবি

জাপানে কয়েক মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় সোমবার (৩ জুন) দেশটির জাপানের মধ্যাঞ্চল ইশিকাওয়াতে ভূমিকম্পটি আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বলছে, প্রথম ভূমিকম্পটির মাত্র ছিল ৫ দশমিক ৯ এবং দ্বিতীয়টি ৪ দশমিক ৮ মাত্রার। তবে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

ভূমিকম্পের কারণে স্থানীয় রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। তবে কিছু সময়রে পর আবার বেশির ভাগ রেল পরিষেবা চালু হয়।

এর আগে, গত জানুয়ারি মাসে দেশটির ইশিকাওয়া অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ভূমিকম্পে ২৪১ জনের মৃত্যুর তথ্য জানা যায়।

উল্লেখ্য, জাপানে ভূমিকম্প নিত্যদিনের ঘটনা। দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনে থাকে।

মন্তব্য করুন

  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন অর্থবছরে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
জাপানে ইসরায়েলি পর্যটকের হোটেল বুকিং বাতিল
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
সমরাস্ত্র বিক্রিতে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চায় জাপান