• ঢাকা শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১
logo

পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২৪, ১৩:৪৬
ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষাকে মিথ্যা প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস। সব হিসেব-নিকেশ উল্টে দিয়ে বাংলায় এগিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে বর্তমান ক্ষমতাসীন এই দলটি এখন পর্যন্ত ৪২টি আসনের মধ্যে ৩২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বিজেপি মাত্র ১০টি আসনে এগিয়ে।

মঙ্গলবার (৪ জুন) ভোট গণনার শুরুতেই এগিয়ে ছিল মোদির বিজেপি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হিসেব পাল্টে গেল। আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।

আনন্দবাজারের সর্বশেষ হিসেবে দেখা গেছে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ৩২টি আসনে। আর বিজেপি পেয়েছে ১০ আসন। কংগ্রেস পেয়েছে একটি আসন। এখন পর্যন্ত সিপিএমের ভাগ্যে কোন আসন জোটেনি।

বুথফেরত সমীক্ষার প্রায় প্রতিটি সংস্থা এ ইঙ্গিত দিয়েছিল, বাংলায় ২৬/২৭ আসনে এগিয়ে থাকবে বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের চেয়ে এবার বিজেপির আসন বাড়বে। গতবারের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৮ আসন, তৃণমূল ২২ আর কংগ্রেস পেয়েছিল ২ আসন। বাম দলের ভাগ্যে গতবারও কোনো আসন জোটেনি।

মন্তব্য করুন

  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জায়েজ করতে প্রধানমন্ত্রী দেশবিরোধী চুক্তি করেছেন: রিজভী
দ্বিতীয় দফায় গড়াল ইরানের নির্বাচন 
ইরানে চলছে ভোট গণনা, এগিয়ে সাইদ জালিলি
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে