• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

৪ জিম্মিকে জীবিত উদ্ধার করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২৪, ১৮:১২
৪ জিম্মিকে জীবিত উদ্ধার করল ইসরায়েল
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কর্তৃক অপহৃত চার জিম্মিকে গাজা থেকে জীবিত উদ্ধার করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

শনিবার (৮ জুন) বিবিসি ও এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

উদ্ধারকৃতরা হলেন নোয়া আরগামানি (২৫), আলমোগ মের জান (২১), আন্দ্রে কোজলোভ (২৭) এবং সলমি ঝিভ (৪০)।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, গাজার মধ্যঞ্চলীয় নুসিরাতের আলাদা দুটি জায়গায় অভিযান চালিয়ে চার জিম্মিকে উদ্ধার করা হয়েছে। জিম্মিকে উদ্ধারের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনির মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশে করে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এ সময় আরও ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।

এর প্রতিক্রিয়ায় ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৭ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়, যাদের অধিকাংশই নারী ও শিশু।

ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় আরও ২৯ ফিলিস্তিনি নিহত
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন
বিমান হামলায় পরিবারের ৯ সদস্যসহ ফিলিস্তিনি ফুটবলার নিহত
বছরজুড়ে গাজায় যুদ্ধ: ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা