• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

হজের আগেই কপাল পুড়ল ৩ লাখের বেশি হজযাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২৪, ১৯:৪৫
সৌদি আরব
ছবি: সংগৃহীত

সৌদি আরবে আগামী ১৪ জুন শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র হজ পালন। এর আগেই কপাল পুড়েছে ৩ লাখের বেশি অবৈধ হজযাত্রীর। ইতোমধ্যে মক্কা নগরী থেকে কয়েক লাখ অনিবন্ধিত হজযাত্রীকে বের করে দেওয়া হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে রোববার (৯ জুন) এ তথ্য জানায় আল-আরাবিয়া।

সৌদি আরবের মক্কা নগরী থেকে যাদের বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জনই বিদেশি ছিলেন। তারা ভ্রমণ ভিসায় সৌদি আরবে প্রবেশ করেন। এ ছাড়া হজ পালনের জন্য তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্রও ছিল না।

হজের অনুমতি ব্যতীত সৌদি আরবের অন্যান্য শহর থেকে মক্কায় আসা ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জনকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে।

এদিকে গত শনিবার পর্যন্ত ১৩ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে মক্কার স্থানীয় প্রশাসন।

প্রতিবছরই বার্ষিক হজ অনুষ্ঠানে জনসমাগম ব্যবস্থাপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে সৌদি কর্তৃপক্ষ। অফিশিয়াল তথ্য অনুযায়ী, গত বছর ১৮ লাখের বেশি মানুষ হজ পালন করেছিল।

সৌদি আরবের মক্কা এবং এর আশপাশের অঞ্চলে অন্তত চার দিন ধরে চলে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। তাই অনেকেই অবৈধ উপায়ে এই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের চেষ্টা করেন। কেননা বৈধ উপায়ে হজের অনুমতি পাওয়া ও এ সম্পর্কিত ভ্রমণ প্যাকেজগুলো বেশির ভাগ ক্ষেত্রেই ব্যয়বহুল হয়ে থাকে। এ ছাড়াও প্রতিটি দেশেই হজ পালনকারীদের জন্য কোটা সীমাবদ্ধ থাকে।

উল্লেখ্য, ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভের মধ্যে একটি হলো, হজ পালন করা। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্যই জীবনে অন্তত একবার হজ পালন আবশ্যক।

মন্তব্য করুন

  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব
দেশে ফিরলেন প্রায় ৫২ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৬০
বাংলাদেশ-সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ
সংলাপে বসছে সৌদি-বাংলাদেশ, গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ