• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইন্সের জাহাজে সংঘর্ষ

ডয়েচে ভেলে

  ১৮ জুন ২০২৪, ২৩:১৫
দক্ষিণ চীন সাগর
ছবি: সংগৃহীত

ফের দক্ষিণ চীন সাগরের দ্বিতীয় টমাস শোলের কাছে চীন ও ফিলিপাইন্সের জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত কয়েকমাসে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটলো৷

সোমবার এ ঘটনা ঘটেছে বলে চীনের কোস্টগার্ড জানিয়েছে৷ চীনা ভাষায় দ্বিতীয় টমাস শোলের নাম রেনাই রিফ৷ ঐ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে চীন৷ দ্বিতীয় টমাস শোল এলাকাটি ফিলিপাইন্সের পালাওয়ান দ্বীপ থেকে ২০০ কিলোমিটার পশ্চিম অবস্থিত৷ আর সেখান থেকে চীনের হাইনান দ্বীপের দূরত্ব এক হাজার কিলোমিটারের বেশি৷ দ্বিতীয় টমাস শোল এলাকায় নিয়ন্ত্রণ ধরে রাখতে ফিলিপাইন্স নৌবাহিনী সিয়েরা মাদ্রে নামের একটি জাহাজ সেখানে ডুবিয়ে দিয়ে সেটিকে গ্যারিসন হিসেবে ব্যবহার করছে৷ সেখানে থাকা সৈন্যদের জন্য খাবার নিয়ে যাওয়া ফিলিপাইন্সের জাহাজের সঙ্গে প্রায়ই চীনা জাহাজের সংঘর্ষ ঘটছে৷

সোমবারের ঘটনা সম্পর্কে চীনের কোস্ট গার্ড বলেছে, ফিলিপাইন্সের জাহাজটি চীনের দিক থেকে পাঠানো কয়েকটি সতর্কবার্তা উপেক্ষা করেছে৷ এটি অপেশাদার উপায়ে... চীনা জাহাজের কাছে এসেছিল, যার ফলে সংঘর্ষ হয়েছে বলে দাবি বেইজিংয়ের৷

এদিকে ফিলিপাইন্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের পদক্ষেপগুলো দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতার জন্য সত্যিকারের বাধা৷ চলতি মাসে চীনের একটি নৌকা ফিলিপাইন্সের এক চৌকিতে বিমান থেকে ফেলা খাবার ও ওষুধ জব্দ করে বলে অভিযোগ করেছিল ম্যানিলা৷ এরপর সেই খাবার ও ওষুধ পানিতে ফেলে দেওয়া হয়৷ এটি এ ধরনের প্রথম ঘটনা৷

শনিবার থেকে চীনা কোস্ট গার্ডের একটি নতুন আইন চালু হয়েছে৷ এর ফলে কোস্ট গার্ড বিতর্কিত এলাকায় অনুপ্রবেশের দায়ে বিদেশিদের গ্রেপ্তার করতে পারবে৷ এই আইনের তীব্র সমালোচনা করেছে ফিলিপাইন্স৷

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, রয়েছে বৃষ্টির পূর্বাভাস
সাগরে লঘুচাপ, আগামী ৭২ ঘণ্টা যেমন থাকবে আবহাওয়া
সাগরে আরেকটি লঘুচাপ, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
ফের পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন