• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

হজে গিয়ে ৪৯ তিউনিসিয়ানের মৃত্যু, মন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ১৪:৪৭

সৌদি আরবের মক্কা নগরীতে হজে রেকর্ড পরিমাণ তিউনিসিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ধর্মমন্ত্রী ব্রাহিম চাইবিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ।

এ মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিউনিসিয়ার প্রেসিডেন্ট। শুক্রবার প্রেসিডেন্ট অফিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে ৪৯ তিউনিসিয়ার মৃত্যু হয়। সৌদি আরবে গত সপ্তাহে প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয় বলে জানা যায়।

হজ করতে গিয়ে দেশটির যেসব হাজি নিখোঁজ হয়েছেন তাদের খুঁজে বেরাচ্ছে পরিবার।

এবারের হজে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মিশরীদের। ৫৩০ মিশরীয় হজে মারা গেছেন। প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৩১ জন।

এবারের হজে মক্কায় তাপমাত্রা ৫১ ডিগ্রি অতিক্রম করে। গত শুক্রবার থেকে হজের কার্যক্রম শুরু হয়েছিল। এবার প্রায় ২০ লাখ মানুষ মক্কায় হজ পালন করেছে।

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার নাটকে অভিষেক মেহজাবীনের বোন মালাইকার
যে কারণে মেয়েটির পরিবারের সন্ধান চান মেহজাবীন
উৎসবে বাড়িতেই বানিয়ে ফেলুন মিষ্টি, রইল সহজ ৩ রেসিপি
সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা