• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

টাকার তৈরি ‘কার্পেটে’ প্রেমিকাকে হাঁটিয়ে ঝড় তুললেন যুবক!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২৪, ১৫:২৬
টাকার বান্ডিলের ওপর দিয়ে নিজের প্রেমিকাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন রুশ উদ্যোক্তা সের্গেই কোসেনকো।

টাকা বেশি হলে মানুষ কত পাগলামিই না করে থাকে—এই গল্পের শেষ নেই। এবার এক অদ্ভুত গল্পের সৃষ্টি করেছেন রাশিয়ান এক উদ্যোক্তা। তিনি প্রেমিকার হাত ধরে তাকে নগদ টাকার বান্ডিলের ওপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় চলছে তীব্র বিতর্ক। খবর এনডিটিভির।

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছিলেন রাশিয়ান উদ্যোক্তা এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সের্গেই কোসেনকো। তিনি ‘মিস্টার থ্যাংক ইউ’ নামেও পরিচিত। ভিডিও তৈরি এবং প্রেমিকাকে ‘রাজকীয় অভ্যর্থনা’ দিতেই নগদ টাকার বান্ডিল দিয়ে ‘কার্পেট’ তৈরি করেছিলেন তিনি।

ভিডিওতে দেখা যায়, কোসেনকোর প্রেমিকা একটি হেলিকপ্টার থেকে নেমে তার হাত ধরে টাকার স্তূপের ওপর দিয়ে হাঁটছেন। ভিডিওটির ক্যাপশনে তিনটি ‘প্রেম-পূর্ণ ইমোজি’ দেওয়া ছিল।

দিকে নতুন করে ওই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেক নেটিজেন ‘কার্পেট’ হিসেবে টাকার ব্যবহারে বিরক্তি প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, ওই দম্পতি সম্পদের ‘কুৎসিত প্রদর্শন’ করেছেন।

আবার নোটগুলো জাল ছিল বলেও দাবি করেছেন অনেকে। তবে নোটগুলো আসল নাকি নকল, তা জানা যায়নি। বিতর্কিত এই ভিডিওর ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা। এমন কাজকে তারা ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন।

সের্গেই কোসেনকো ইনস্টাগ্রামে নিজেকে একজন গায়ক, উদ্যোক্তা ও ক্রিয়েটর হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক মাধ্যমের এই প্ল্যাটফর্মে তার চার কোটির বেশি ফলোয়ার রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬৩৪ কোটি টাকায় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার
বাংলাদেশি উদ্যোক্তাদের মিশন: বিশ্বব্যাপী হালাল ইন্টারনেটের উন্মোচন
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক
দুই কোটি টাকার স্বর্ণের ১৪টি বারসহ তিন ট্রেনযাত্রী আটক