• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

জার্মানিতে থাকতে আসা মানুষ বাড়ছে

ডয়েচে ভেলে

  ২৭ জুন ২০২৪, ২৩:৫৯
জার্মানি
ছবি: সংগৃহীত

২০২৩ সালে যত মানুষ জার্মানিতে থাকতে আসেন, তার চেয়ে অনেক কম মানুষ জার্মানি ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমান, জানাচ্ছে দেশটির পরিসংখ্যান বিভাগ৷ গত বছর, জার্মানি ছেড়ে যতজন বাইরে অন্য কোনো দেশে পাড়ি দেন, তার চেয়ে ছয় লাখ ৬৩ হাজার জন বেশি আসেন এই দেশে৷

বৃহস্পতিবার প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যান বিষয়ক সংস্থা ডিস্টাটিস জানিয়েছে, ২০২২ সালে এই সংখ্যা ছিল সবচেয়ে বেশি, ১৪ লাখ ৬২ হাজারের কাছাকাছি৷ এই বছর তার অর্ধেকের কাছাকাছি পৌঁছেছে এই সংখ্যা৷

১৯৫০ সালের পর, জার্মানিতে থাকতে আসা ও জার্মানি ছেড়ে যাওয়া মানুষের সংখ্যায় এই একই ধরনের ফারাক নজরে পড়ে ২০১৫, ১৯৯২ ও ২০২৩ সালে৷

২০২২ সালে এই প্রবণতার পেছনে রয়েছে রাশিয়ার ইউক্রেন আক্রমণ, যার ফলে প্রায় ১১ লাখ ইউক্রেনীয় নাগরিক বাধ্য হন দেশ ছেড়ে জার্মানিতে আশ্রয় নিতে৷

২০২৩ সালে, দুই লাখ ৭৬ হাজার ইউক্রেনীয় নাগরিক আসেন এখানে৷ আর যা বলছে পরিসংখ্যান ২০২৩ সালে, ১৯ লাখ ৩৩ হাজার মানুষ জার্মানিতে আসেন৷

অন্যদিকে, ১২ লাখ ৭০ হাজার জন জার্মানি ছেড়ে যান৷ আগের বছরের তুলনায় জার্মানিতে অভিবাসনের হার কমেছে ২৮ শতাংশ, দেশ ছেড়ে যাবার হার বেড়েছে পাঁচ শতাংশ৷ কিন্তু তুরস্ক থেকে আসা মানুষের সংখ্যা বেড়েছে ২০২৩ সালে৷

২০২২ সালে তুরস্ক থেকে জার্মানিতে আসেন ৮১ হাজার জন৷ ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৬ হাজারে৷ ২০০৫ সাল থেকেই জার্মানিতে যত মানুষ আসেন, তার চেয়ে বেশি মানুষ জার্মানি ছেড়ে যাবার প্রবণতা দেখা যাচ্ছে৷

কিন্তু ২০২৩ সালে জার্মানি ছাড়েন ৭৪ হাজার ব্যক্তি৷ ২০২২ সালে এই একই সংখ্যা ছিল ৮৩ হাজার৷ বরাবরের মতো এবছরও দেশ ছেড়ে যাওয়া বেশিরভাগ জার্মানদের পছন্দের গন্তব্য সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র, জানাচ্ছে ডিস্টাটিস৷

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে রাতভর ড্রোন হামলা চালাল রাশিয়া
প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউক্রেনের যুবক
রুশ কর্মকর্তাদের হত্যায় ইউক্রেনের পরিকল্পনা নস্যাৎ: রাশিয়া
১০০০ দিন পার হলো রুশ-ইউক্রেন যুদ্ধ, শেষ কবে