• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

ভারী বর্ষণে বিপর্যস্ত দিল্লি, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ১৭:২৯
ভারি বর্ষণে বিপর্যস্ত দিল্লি, নিহত ১১
সংগৃহীত ছবি

ভারী বর্ষণে ভারতের রাজধানী দিল্লি বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পাশাপাশি বেশিরভাগ নিচু এলাকা ডুবে গেছে। শিশুসহ অন্তত ১১ জন মারা গেছেন।

রোববার (৩০ জুন) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, শুক্রবার দিল্লিতে রেকর্ড ২২৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি ১৯৩৬ সালের পর থেকে জুন মাসের একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত। প্রবল বৃষ্টিতে থমকে গিয়েছে দিল্লির জীবনযাত্রা। অনেক রাস্তা ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

ভারী বর্ষণে দিল্লিতে শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ছয়জন বৃষ্টির পানিতে ডুবে মারা গেছেন।

এদিকে, দিল্লিতে বৃষ্টি আরও বাড়বে এবং আগামী দুদিন ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে নগর কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু
পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সাত দিনে ১২ জনের মৃত্যু
নারীকে বাঁচাতে খালে ঝাঁপ, ৩৬ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার