• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

যাত্রীদের ‘দূষিত খাবার’ পরিবেশন করায় জরুরি অবতরণ করল বিমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২৪, ২০:১০
ডেল্টা এয়ারলাইনস
ছবি: সংগৃহীত

যাত্রীদের মধ্যে ‘দূষিত খাবার’ পরিবেশন করায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি বিমান।

বুধবার (৩ জুলাই) সংবাদমাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমানটির গন্তব্য ছিল ডেট্রয়েট থেকে আমস্টারডাম পর্যন্ত। খাবার ‍‍‌‘দূষিত’ হওয়া সত্ত্বেও যাত্রীদের মাঝে তা বিতরণ করার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠায় বিমানটির যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়। পরে বিমানটি ল্যান্ড করলে সেখানে উপস্থিত চিকিৎসকরা দূষিত খাবার খেয়ে আক্রান্তদের চিকিৎসা দেন।

জানা গেছে, বিমানে থাকা অবস্থায় ফ্লাইটের ক্রু সদস্যরা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে ট্রান্সআটলান্টিক যাত্রার ঝুঁকি এড়াতে অবিলম্বে নিউইয়র্কে যাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা।

বিমানটিতে ২৭৭ জন যাত্রী থাকলেও তাদের মধ্যে কতজন ‘দূষিত খাবার’ খেয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে এ ঘটনার পর এক বিবৃতিতে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, ডেল্টা ফ্লাইট স্থানীয় সময় মঙ্গলবার (২ জুলাই) রাত ১১টার আগে ডেট্রয়েট মেট্রোপলিটন ওয়েন কাউন্টি বিমানবন্দর ছেড়ে গেলেও পরে তা জেএফকে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

সূত্র: দ্য মিরর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাটারিচালিত রিকশার সমস্যা সমাধানে যাত্রী কল্যাণ সমিতির ৮ সুপারিশ 
যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেয়নি বিগত সরকার: রেল উপদেষ্টা
আদানির সঙ্গে বড় চুক্তি বাতিল করল কেনিয়া
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নারী-শিশুসহ নিহত ৪২