• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ক্ষমতাচ্যুত হলেন নেপালের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৪, ১৯:৩০
ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট

সংসদে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। নেপালের সংসদে ২৭৫ সদস্যের মধ্যে মাত্র ৬৩টি আস্থাভোট পেয়েছেন পুষ্প কমল দাহাল। খবর দ্য কাঠমান্ডু পোস্টের

শুক্রবার (১২ জুলাই) দেশটির সংসদে এই আস্থা ভোট হয়। ভোটে হারায় এখন বাধ্যতামূলকভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে পুষ্প দাহালকে। সব মিলিয়ে তিনি এক বছর ছয় মাসেরও বেশি সময় ক্ষমতায় ছিলেন।

গত ৩ জুলাই প্রধানমন্ত্রী পুষ্প দাহালের জোট সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় জোটের সবচেয়ে বড় দল ইউএমএল। এরপর সংবিধান অনুযায়ী বাধ্য হয়ে পুষ্পকে সংসদে আস্থাভোটের আয়োজন করতে হয়।

আজ সকালে সংসদে আস্থা প্রস্তাব উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী বলেন, তার দল সংবিধানকে দুর্বল করবে না এবং অন্যদেরও করতে দেবে না।

সংবিধানে প্রধানমন্ত্রীকে আস্থার ভোট চাওয়ার জন্য এক মাসের সময় দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার নেতৃত্বাধীন দল ধারাবাহিকভাবে সংবিধান রক্ষা করবে।

নেপালের সংসদের নিম্নকক্ষে আসন রয়েছে ২৭৫টি। কোনো প্রধানমন্ত্রী যদি আস্থাভোটে জিততে চায় তাহলে কমপক্ষে ১৩৮টি ভোট পেতে হবে। কিন্তু শুক্রবারের এই ভোটে পুষ্প দাহাল পেয়েছেন মাত্র ৬৩টি ভোট। তার বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৪ আইনপ্রণেতা। একজন না ভোট দিয়েছেন। এদিন সংসদে উপস্থিত ছিলেন ২৫৮ আইনপ্রণেতা।

পুষ্প দাহালের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে ইউএমএল হাত মেলায় দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সঙ্গে।

ইউএমএল এবং নেপালি কংগ্রেস নিজেদের মধ্যে চুক্তি করেছে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে খড়গ প্রসাদ অলিকে নির্বাচিত করবে তারা।

গত বছরের ডিসেম্বরে নেপালে নির্বাচন হয়। এতে পুষ্প কমল দাহালের দল সংসদে তৃতীয় সর্বোচ্চ আসন পায়। কিন্তু তা সত্ত্বেও পুষ্প জোট গঠন করে প্রধানমন্ত্রী হতে সমর্থ হন। তবে ওই সময় থেকেই তার জোটটি নড়েবড়ে ছিল। শেষ পর্যন্ত এ বছরের জুলাইয়ে এসে তাকে ক্ষমতা হারাতে হয়েছে।

নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা ইতোমধ্যে ওলিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়েছেন। বর্তমান সংসদের বাকি মেয়াদে প্রধানমন্ত্রী থাকবেন কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক, বিদ্যুৎ-বাণিজ্য নিয়ে আলোচনা
ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই: হোয়াইট হাউস
ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা