কানে ব্যান্ডেজ বেঁধে দলীয় সভায় ট্রাম্প

ডয়েসে ভেলে

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ , ০১:৩৪ পিএম


কানে ব্যান্ডেজ বেঁধে দলীয় সভায় ট্রাম্প
কানে ব্যান্ডেজ বেঁধে ট্রাম্প।

রিপাবলিকানদের কনভেনশনে কানে ব্যান্ডেজ বেঁধে মঞ্চে ওঠেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সোমবার সকাল নয়টায় আরএনসি-তে বেসবল গ্রাউন্ডে পৌঁছান ট্রাম্প। সেখানেই রিপাবলিকানদের কনভেনশন চলছিল। এ সময় কনভেনশনে নিজের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসের নাম ঘোষণা করেন তিনি। 

বিজ্ঞাপন

এর আগে, রোববারের সমাবেশে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি ট্রাম্পের কান ঘেঁসে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে সমাবেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এদিন দর্শকদের উদ্দেশ্যে হাত মুঠো করে জয়ের অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায় ট্রাম্পকে। মঞ্চ থেকে ঘোষণা করা হয়, ট্রাম্প দেশের ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন এবং সম্ভাব্য ৪৭তম প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

বাইডেনের আহ্বান

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে দ্বিতীয়বার বিতর্কে অংশ নিতে চান তিনি। এনবিসি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন বাইডেন।

সম্প্রতি ট্রাম্পের সঙ্গে সিএনএন চ্যানেলে প্রথম বিতর্কসভায় যোগ দিয়েছিলেন বাইডেন। আর সেই সভা ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। বাইডেন শারীরিকভাবে কতটা সুস্থ, তা নিয়ে খোদ ডেমোক্র্যাটদের মধ্য থেকেই প্রশ্ন উঠেছে। অভিযোগ, বাইডেন ওই বিতর্কসভায় সব প্রশ্নের উত্তর দিতে পারেননি। কথা বলতে বলতে তিনি ঘুমিয়ে পড়ছিলেন। শুধু তা-ই নয়, তাকে দিশেহারা দেখাচ্ছিল।

বিজ্ঞাপন

বাইডেন অবশ্য দাবি করেছেন, তিনি লম্বা সফর থেকে ফিরে ওই সভায় যোগ দিয়েছিলেন। তা-ই তার ঘুম পাচ্ছিল। অনেকগুলি টাইম জোন পার করে তিনি সেখানে পৌঁছেছিলেন। কিন্তু বিতর্ক তার পিছু ছাড়ছে না। ডনাল্ড ট্রাম্প নিজের সভায় অভিনয় করে দেখাচ্ছেন, বাইডেন সেদিন কতটা দিশেহারা ছিলেন।

এই পরিস্থিতির মধ্যেবাইডেন এদিন জানিয়েছেন, এক কোটি ৪০ লাখ ডেমোক্র্যায়াট তাকে ভোট দিয়েছেন প্রাইমারিতে। সুতরাং এমন ভাবার কারণ নেই যে তার প্রতি মানুষের সমর্থন নেই।

বাইডেনকে এদিনের সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, তিনি ট্রাম্পের সঙ্গে বিতর্কের রেকর্ডিং দেখেছেন কি না। বাইডেন জানিয়েছেন, পুরোটা না দেখলেও কিছু কিছু অংশ তিনি দেখেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission