ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ওমানে শিয়া মসজিদে বন্দুক হামলায় নিহত বেড়ে ৯, আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ জুলাই ২০২৪ , ০৫:৩৬ পিএম


loading/img

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ ওমানের রাজধানী মাস্কাটে শিয়া মসজিদে গত সোমবারের বন্দুক হামলায় নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। আহতদের মধ্যে ওমানসহ বিভিন্ন দেশেল নাগরিকরা রয়েছেন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে ৪ জন পাকিস্তান, একজন ভারতীয় এবং ওমান পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন। 

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সোমবার মাস্কাটের ওয়াদি আল কবির এলাকার আলী বিন আবি তালিব মসজিদে সোমবার এশার নামাজ চলাকালে হঠাৎ এলোপাতাড়ি গোলাগুলি শুরু হয়।

বিজ্ঞাপন

ওমানে গতকাল মঙ্গলবার ছিল ইসলাম ধর্মাবলম্বীদের বিশেষ দিন আশুরা। শিয়া মতাবলম্বী মুসলিমরা বিভিন্ন ধর্মীয় আচারের মাধ্যমে এই দিনটিকে স্মরণ করেন। সুন্নি ও ইবাদি মুসলিম অধ্যুষিত ওমানের সংখ্যালঘু শিয়া মুসলিমদের সবচেয়ে বড় উপাসনালয় মাস্কাটের আলী বিন আবি তালিব মসজিদ। আশুরার আগের রাত হওয়ায় মঙ্গলবার এশার নামাজের সময় আলী বিন আবি তালিব মসজিদে মুসল্লিদের সমাগম বেশি ছিল।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মসজিদটিতে পুলিশ এবং আইএসের বন্দুকধারীদের গোলাগুলি চলে। এ সময় আইএসের তিন হামলাকারী নিহত হন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে হামলার ভিডিও পোস্ট করে আইএস বলেছে, তাদের ‘সুইসাইড’ স্কোয়াডের তিন সদস্য এই হামলা চালিয়েছিল।

বিজ্ঞাপন

এই হামলার প্রতিক্রিয়ায় দেশটিতে নিয়োজিত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আলী হাসপাতালে হতাহতদের পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, ‘এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। ওমানের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই।’


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |