• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

নেপালে ১৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জুলাই ২০২৪, ১২:৩৮
নেপালে ১৯ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমান
ছবি : সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দর থেকে উড্ডয়নকালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১৯ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হওয়া এই ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে।

বিমানটিতে শুধু এয়ারলাইনসের কারিগরি কর্মীরাই ছিলেন বলে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটির পাইলট ক্যাপ্টেন এমআর শাক্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন পুলিশ ও দমকলকর্মীরা।

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ করল বিমান
বিমানের নতুন এমডি সাফিকুর রহমান
ভারতে বিমান মহড়ায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করল বাংলাদেশ
কুমিল্লায় বিধ্বস্ত বাড়িঘরে ফিরছে মানুষ