আরব আমিরাতে ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা

এসএম শাফায়েত, ইউএই প্রতিনিধি

বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪ , ০৬:১৭ পিএম


আরব আমিরাতে ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা

দীর্ঘদিন অবৈধ ভাবে বসবাস করে আসা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরা আবারও বৈধতার সুযোগ পাচ্ছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ, কাসটমস এন্ড পোর্ট সিকিউরিটি (ICP) শীর্ষ স্থানীয় গণমাধ্যমে এ ঘোষণা দেয়।

দফতর জানায়, যারা পূর্বে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা ১ সেপ্টেম্বর থেকে দুই মাস ‘স্পন্সর’ বা কোম্পানি খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাবেন। অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন। তবে শুধুমাত্র পূর্বে রেসিডেন্স ভিসাধারীদের জন্যই এই সুযোগ প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আমিরাতে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সময় ৫০ হাজার বাংলাদেশি সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission