• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

ইসরায়েলের তেল আবিবে বিমান চলাচল বন্ধ করল এয়ার ইন্ডিয়া

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ১৮:১৩
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় ইসরায়েলের তেল আবিবে বিমান চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের এয়ার ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২ আগস্ট) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। আগামী ৮ আগস্ট পর্যন্ত তেল আবিবে এয়ার ইন্ডিয়ার কোনো বিমান যাবে না।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা তেল আবিবে এই মুহূর্ত থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছি। যা আগামী ৮ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং তেল আবিব থেকে আসা ও যাওয়ার টিকেট কনফার্ম করা যাত্রীদের সহায়তা করছি। ভ্রমণ সূচি পরিবর্তন এবং টিকেট ক্যান্সেল করতে (একবারের জন্য) জরিমানা মওকুফ করা হচ্ছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।

এর আগে, বৃহস্পতিবার (০১ আগস্ট) তেল আবিব থেকে ভারতগামী একটি বিমানের ফ্লাইট বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া।

প্রসঙ্গত, বুধবার (৩১ জুলাই) ইরানের রাজধানী তেহরানে এক হামলায় প্রাণ হারান ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। এরপর মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়। এই হত্যার জবাব দেয়ার হুমকি দিয়েছে ইরানসহ প্রতিরোধ যোদ্ধারা। এমন আশঙ্কা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি সংস্থা।

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ৮৭০ কোটি ডলারের মার্কিন সহায়তা পেল ইসরায়েল
লেবাননে নিহত বেড়ে ৩৫৬, মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে ঈদে মিলাদুন্নবি ১৫ সেপ্টেম্বর, বাংলাদেশে যেদিন
মধ্যপ্রাচ্যে গ্রেপ্তার প্রবাসীদের মুক্তির ব্যবস্থা নিতে আহ্বান