• ঢাকা রোববার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

কমলাকে নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২৪, ১২:১০

যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ এক পোস্টে দাবি করেন, গত সপ্তাহে মিশিগানে কমলা হ্যারিস সমাবেশ করেছেন। ওই সমাবেশে লোকসংখ্যা কম হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বেশি সমর্থক দেখানো হয়েছে। মিশিগানের ডেট্রয়েটে গত সপ্তাহে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। বিমানবন্দরে কমলা হ্যারিসের জন্য হাজার হাজার সমর্থক অপেক্ষা করেছিলেন বলে দাবি করেছেন ডেমোক্রেটরা। সেই দাবিকেও ভুয়া বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

তবে বিবিসি ও সিএনএনসহ মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কমলা হ্যারিসের সমাবেশে এবং বিমানবন্দরে মানুষের ভিড়ের তথ্য সঠিক। বরং ট্রাম্পের দাবি ভুয়া। বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থাও সমর্থকদের সমাগমের তথ্য সঠিক বলে যাচাই করেছে।এর আগে কমলা হ্যারিসের বর্ণপরিচয় নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। বিবিসি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পকে নিয়ে ভয়ে হলিউড তারকারা, বিপদে অভিনেতা
ট্রাম্পের অর্থমন্ত্রী পদে স্কট বেসেন্টের মনোনয়ন
এবার অ্যাটর্নি জেনারেল হিসেবে যাকে বেছে নিলেন ট্রাম্প
ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের