• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

লন্ডনে ১১ বছরের শিশুকে ছুরিকাঘাত

ডয়েচে ভেলে

  ১৪ আগস্ট ২০২৪, ২৩:৫৭
নারী
সংগৃহীত

লন্ডনের লাইচেস্টার স্কয়ারে ছুরিকাঘাতে ১১ বছরের এক নারী শিশু গুরুতর আহত হয়েছে৷ হামলার ঘটনায় স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে৷ হামলায় শিশুটির মা-ও সামান্য আহত হয়েছেন৷

পুলিশ জানিয়েছে, সোমবার (১২ আগস্ট) করা শিশুটির আঘাত প্রাণঘাতী নয়৷ পুলিশ মনে করছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা৷ ছুরিকাঘাতের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে মনে করছেন তারা৷ মধ্য লন্ডনের এই এলাকাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়৷ ছুরিকাঘাতের পরপরই সেখান থেকে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশ৷

এক বিবৃতিতে পুলিশ জানায়, এখন একটি জরুরি তদন্ত চলছে এবং গোয়েন্দারা ঠিক কী ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত জানতে কাজ করছেন৷ ঘটনার আলামত দেখে আমাদের কাছে মনে হচ্ছে না যে, সন্দেহভাজন ও ভুক্তভোগীরা একে অপরের পরিচিত ছিল৷

আগস্টের শুরুতে উত্তর ইংল্যান্ডে এক হামলায় তিন নারী নিহত হন৷ সন্দেহভাজন হত্যাকারীকে ইসলামপন্থী অভিবাসী হিসাবে ভুলভাবে চিহ্নিত করে অনলাইনে গুজব ছড়ানো হয়৷ সেই ঘটনার পরপর সৃষ্ট দাঙ্গার কারণে ইতিমধ্যে যুক্তরাজ্যের পুলিশ উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে৷

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে সৎমায়ের হাতে ৪ বছরের শিশু খুন
ঠাকুরগাঁওয়ে নার্সের ভুলে শিশুর মৃত্যু
নিখোঁজের ২০ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ
শিশুদের প্রতি নবিজির (সা.) ভালোবাসা