• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

নেপালে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৪১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২৪, ১৫:১৬

নেপালের তানাহুন জেলায় ভারতীয় পর্যটকবাহী একটি বাস নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে। বাসটিতে ৪৩ জন পর্যটক ছিলেন। তারা পোখারা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছিলেন। খবর বিবিসির।

শুক্রবার (২৩ আগস্ট) আয়নাপাহারা এলাকার মারস্যাংদি নদীতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি উত্তরপ্রদেশ থেকে যাত্রী নিয়ে নেপালে গিয়েছিল। ঘটনার সময় পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। পথে তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়। তবে কীভাবে বাসটি দুর্ঘটনায় পড়ল তা এখনও জানা যায়নি।

দুর্ঘটনার নিহতের সংখ্যা নিশ্চিত করে মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন জানিয়েছেন, বেশিরভাগ যাত্রীই মহারাষ্ট্রের জলগাঁওয়ের বাসিন্দা। রাজ্য সরকার দিল্লি, নেপালের প্রশাসন ও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। কেন্দ্র জানিয়েছে, বিমানবাহিনীর হেলিকপ্টারে করে মরদেহ ভারতে ফিরিয়ে আনা হবে। পরে পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সার্ক-বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-নেপাল
যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় নিহত ৮
নেপালকে হারিয়ে প্রথম শিরোপা জয় বাংলাদেশের
শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল