• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পশ্চিমবঙ্গে গিয়ে গ্রেপ্তার চার বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৭
পশ্চিমবঙ্গে গিয়ে গ্রেপ্তার চার বাংলাদেশি
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) কলকাতার উত্তর দিনাজপুরে রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

এ সময় তাদের সঙ্গে তাদের আশ্রয়দাতাকেও ধরে নিয়ে যায় পুলিশ। তার নাম অচিন্ত্য বর্মণ বলে জানা গেছে। এ ছাড়া গ্রেপ্তার চার বাংলাদেশির নাম হৃদয় বর্মণ (১৭), তুলা বর্মণ (২০), অন্তর বর্মণ (১৯) এবং লিপু রায় (২৯)।

পুলিশের একটি সূত্র বলেছে, ওই বাংলাদেশিরা বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর সীমান্ত লাগোয়া মোহিনীগঞ্জ গ্রামে আশ্রয় নেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার তাদের গ্রেপ্তার করে রায়গঞ্জ পুলিশ। গ্রেপ্তারের পরপরই রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় ওই বাংলাদেশিদের।

জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশিরা পুলিশকে জানিয়েছেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কর্মসংস্থানের সমস্যায় পড়েছেন তারা। এ কারণে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে কলকাতায় পাড়ি জমিয়েছেন তারা।

তবে, তাদের পশ্চিমবঙ্গে যাওয়ার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে রায়গঞ্জ পুলিশ।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ নভেম্বর)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফেনীতে গ্রেপ্তার ৩
যুক্তরাজ্যে পা দিলে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু
মাগুরায় উপজেলা মহিলা আ.লীগ সভাপতি গ্রেপ্তার