• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

হামাস সংশ্লিষ্ট সন্দেহে জার্মানিতে ইসলামিক কেন্দ্র নিষিদ্ধ

ডয়েচে ভেলে

  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩
ইসলামিক কেন্দ্র
সংগৃহীত

জার্মানির ব্রান্ডেনবুর্গ রাজ্যের একটি ইসলামিক কেন্দ্রে বৃহস্পতিবার অভিযান চালানো হয়েছে৷ হামাসের সঙ্গে কেন্দ্রটির সংশ্লিষ্টতা আছে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মিশায়েল স্ট্যুবগেন৷ অভিযানের সময় ঐ কেন্দ্র থেকে একটি ল্যাপটপ ও অনেক অর্থ উদ্ধার করা হয়৷

২০১৮ সালে প্রতিষ্ঠিত ইসলামিক সেন্টার ফ্যুয়র্স্টেনভাল্ডে বা আইজেডএফকে নিষিদ্ধও করা হয়েছে৷ বার্লিন থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কেন্দ্রটি অবস্থিত৷ এই কেন্দ্র থেকে আল-সালাম নামের একটি মসজিদ পরিচালনা করা হতো৷

কেন্দ্রটি ছাড়াও মসজিদের ইমামদের বাড়িতেও অভিযান হয়েছে৷ প্রায় ৭০ জন পুলিশ অভিযানে অংশ নেন৷

ব্রান্ডেনবুর্গ রাজ্যে নির্বাচনের ১০ দিন আগে এই অভিযান চালানো হলো৷ নির্বাচনের জরিপে চরম ডানপন্থি, অভিবাসনবিরোধী এএফডি দল এগিয়ে আছে৷

মুসলিম ব্রাদারহুডের সঙ্গেও আইজেডএফ এর সংশ্লিষ্টতা আছে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী স্ট্যুবগেন৷ সংগঠনটি মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে, ইহুদি বিদ্বেষী আখ্যান ছড়ায় এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে অস্বীকার করে৷ আমরা এসব মেনে নিতে পারি না বলে মন্তব্য করেন তিনি৷

এর আগে জুলাই মাসে হামবুর্গ ইসলামিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়৷ এটি ইরান ও হেজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি ইসলামি সংগঠন বলে অভিযোগ করা হয়েছে৷

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসাদের পতনে সিরিয়ার জনগণকে অভিনন্দন জানাল হামাস
অভিষেকের আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি, নয়তো ভয়াবহ পরিণতি: ট্রাম্প
‘আরবরা যা পারেনি হামাস তা দেখিয়ে দিয়েছে’
গাজায় নিহত আরও ৮৪, খাবার সঙ্কট চরমে