• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

বাংলাদেশে পণ্য রপ্তানিতে বড় ধাক্কা খেলো ভারত 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৩
বাংলাদেশে পণ্য রপ্তানিতে বড় ধাক্কা খেলো ভারত 
ফাইল ছবি

বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা খেয়েছে প্রতিবেশী দেশ ভারত। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত আগস্টে বাংলাদেশ থেকে তাদের রপ্তানি আয় কমে গেছে ২৮ শতাংশ।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের আগস্টে বাংলাদেশে ভারতের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ কমে ৬৮১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে বাংলাদেশে ৯৪৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল ভারত।

দুই দেশের বাণিজ্যিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে ভারতের অন্যতম প্রধান রপ্তানি পণ্য তুলা। চলতি বছরের আগস্টে বাংলাদেশে এই পণ্যের রপ্তানি কমেছে ১০ শতাংশ বা ১ বিলিয়ন ডলার। গত বছরের আগস্টে বাংলাদেশে ১ দশমিক ১১ বিলিয়ন ডলারের তুলা রপ্তানির করেছিল ভারত।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, চলমান অস্থিরতার কারণে বাংলাদেশে তৈরি পোশাকের বিদেশি অর্ডার কমে যাওয়ার কারণেই মূলত ভারতের তুলা রপ্তানি হ্রাস পেয়েছে। বাংলাদেশের রপ্তানি আদেশ কমায় তার একটা প্রভাব পড়েছে ভারতের টেক্সটাইল শিল্পেও। এই শিল্প বাংলাদেশে কাঁচামাল ও অন্যান্য উপকরণ সরবরাহ করে।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সপ্তম উইকেটে নেমে অশ্বিনের দুর্দান্ত সেঞ্চুরি
বাংলাদেশকে হতাশার সাগরে ডুবিয়ে প্রথম দিন শেষ করল ভারত
সাকিবকে নিয়ে যা বললেন ধারাভাষ্যকার তামিম ইকবাল
জয়সাওয়ালের পর রাহুলের বিদায়, ব্যাটিং বিপর্যয়ে ভারত