• ঢাকা বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১
logo

কলকাতায় আর যাত্রী নিয়ে ছুটবে না ১৫০ বছর ধরে চলা ট্রাম

আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৯

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সড়ক থেকে ১৫০ বছর ধরে চলা ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সোমবার (২৩ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এ ঘোষণা দেন।

তিনি বলেন, কলকাতার সড়কে ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার এই দুই লাইনে ট্রাম চলত। তবে এবার সেসব লাইন তুলে দেওয়া হচ্ছে। শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ‘হেরিটেজ’ (ঐতিহ্য) হিসেবে ট্রাম চলবে।

কলকাতায় ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয়। শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত ওই ট্রাম চলে। পরে ‘কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড’ গঠন করা হয়। এ কোম্পানির নিবন্ধন ছিল লন্ডনে। পরে ১৯০২ সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম। বেশ কয়েকটি পথে ট্রাম চলাচল করত।

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার
বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবিতে কুমিল্লায় শিক্ষকদের মানববন্ধন
সেনবাগে ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষক সমিতির মানববন্ধন
বাংলাদেশ-ভারত ম্যাচ বন্ধে হিন্দু মহাসভার ধর্মঘটের ডাক