• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ১৯৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫২

ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। রোববারও বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত ১৯৩ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ।

এদিকে পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে গেছে অনেক রাস্তাঘাট। এতে আটকা পড়েছে বহু গাড়ি। যেগুলো উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।

বন্যার কারণে স্কুল-কলেজ তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পরীক্ষা। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারি বৃষ্টিপাতকে বন্যার কারণ হিসেবে দায়ী করছেন নেপালের আবহাওয়াবিদরা।

রাজধানী কাঠমান্ডু অর্ধশতাব্দীর মধ্যে এমন ভয়াবহ বন্যার মুখোমুখী হয়েছে বলে জানান গবেষকরা।

ওদিকে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় বিহার রাজ্য। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও গাছপালা। নিরাপদ আশ্রয়ের জন্য বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, আগামী কিছুদিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কতা।

আরটিভি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে নেপালি শিক্ষার্থী আটক
ট্রানজিট পয়েন্ট পরিদর্শন নেপাল দূতাবাস কর্মকর্তার
দিল্লিকে ডিঙিয়ে বিআরআই প্রকল্প নিয়ে চীনের সঙ্গে নেপালের চুক্তি
দিল্লির বদলে বেইজিংয়ে ঝুঁকছে নেপাল