• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

পণ্যের মূল্য হ্রাসে রেকর্ড গড়ল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ০৩:৫০
ফাইল ছবি

অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা পণ্যের মূল্য হ্রাসে অভূতপূর্ব এক রেকর্ড গড়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি প্রতিবেদনে দেখা গেছে, গত সেপ্টেম্বর মাসে দেশটিতে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। যার ফলে কমতে শুরু করেছে সবধরণের পণ্যের দাম। যা এখনও অব্যাহত রয়েছে।

এর আগে সর্বশেষ মূল্যস্ফীতির এমন নেতিবাচক হার দেখা গিয়েছিল ১৯৯৫ সালে। সে বছর শ্রীলঙ্কায় মূল্যস্ফীতির হার নেমে দাঁড়িয়েছিল শূন্য দশমিক ৯ শতাংশে। তার আগে ১৯৮৫ সালে এ হার নেমেছিল ২ দশমিক ১ শতাংশে। সে হিসেবে বর্তমানে মূল্যস্ফীতির যে হার, তা নিশ্চিতভাবেই ১৯৪৮ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর শ্রীলঙ্কার গত ৭৬ বছরের ইতিহাসে এই প্রথম।

অন্যদিকে, আদমশুমারি ও পরিসংখ্যান অধিদপ্তরের এক প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরে মূল্য সংকোচনের কারণে খাদ্যদ্রব্য ও খাদ্যদ্রব্য বহির্ভূত ব্যয় কমেছে। অথচ, ২ বছর আগে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়ে পৌঁছেছিল ৬৯ দশমিক ৮ শতাংশে।

সূত্র: এএফপি

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশিদের রেকর্ড পরিমাণ ভিসা দিচ্ছে সৌদি আরব
যে রেকর্ড নিয়ে বছর শেষে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সাউদিকে বিদায় জানাল নিউজিল্যান্ড
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের তিন রেকর্ড