• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

আজ রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালাবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ০৮:৫৯
সংগৃহীত ছবি

ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলার প্রতিশোধ নিতে বুধবার (২ অক্টোবর) রাতেই মধ্যপ্রাচ্যে হামলা চালাবে ইসরায়েল।

মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এমন হুমকি দিয়েছেন। খবর বিবিসির।

এক বিবৃতিতে হাগারি বলেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েল এবং মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করেছে।’

তিনি বলেন, ‘ইরান বুধবার রাতে গুরুতর কাজ করেছে এবং মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। আজ রাতেই ইরানের এ কর্মকাণ্ডের পরিণতি ভোগতে হবে।’

ড্যানিয়েল হাগারি, ‘ইরান এ প্রথম হামলা চালায়নি। কিন্তু এবারের হামলা ক্ষেপণাস্ত্রের পরিপ্রেক্ষিতে বিস্তৃত ছিল এবং প্রয়োজন অনুসারে প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া তৈরি করা হয়েছে।’

ইসরায়েলি সামরিক মুখপাত্র আরও বলেন, ‘ইরানের হামলার প্রভাব খুব কম ছিল। জনসাধারণের দায়িত্বশীল আচরণ, আমাদের প্রতিরক্ষা সক্রিয়করণ এবং ইসরায়েল রাষ্ট্রকে রক্ষার জন্য অংশীদারদের পদক্ষেপের কারণে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা এভাবে কাজ চালিয়ে যাব, আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলকভাবে।’

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে। সেখানেই বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে ইরানকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য চড়া মূল্য চোকাতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, এ হামলার লক্ষ্যবস্তু ইসরাইলের রাজধানী তেল আবিবের তিনটি সামরিক ঘাঁটি ছিল।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েল ও ফ্রান্সের মধ্যকার ম্যাচ বাতিলের দাবিতে বিক্ষোভ
ইউএনআরডাব্লিউএ’র সঙ্গে সম্পর্ক ছিন্ন, জাতিসংঘকে ইসরায়েল
ইসরায়েলি হামলায় নিহত নিজামের মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না
ইসরায়েলি হামলায় গাজায় ৪৮ ঘণ্টায় অর্ধশতাধিক শিশু নিহত