• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo

ইসরায়েলি দূতাবাসের পাশে বোমা বিস্ফোরণের তদন্ত শুরু

ডয়েচে ভেলে

  ০২ অক্টোবর ২০২৪, ১৯:৩৫
ইসরায়েলি দূতাবাস
সংগৃহীত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার কোপেনহেগেনের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ডেনিশ পুলিশ৷

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ দুটি কত বড় মাপের ছিল, তা এখনই বলা যাচ্ছে না৷

কোপেনহেগেন পুলিশের সহকারী কমিশনার জেকব হানসেন বলেন, এটা স্পষ্ট যে, ঘটনাস্থলের কাছেই ইসরায়েলি দূতাবাস, ফলে এই দিকটাও আমরা খতিয়ে দেখছি৷

ঘটনাস্থলের দৃশ্য যেমন স্থানীয় ট্যাবলয়েড পত্রিকা একস্ট্রা ব্লাডেটে প্রকাশিত ছবিতে দেখা যায় একটি বড় জায়গা জুড়ে ব্যারিকেড করা রয়েছে৷ দূতাবাসের বাইরে পাহারায় প্রচুর ডেনিশ সামরিক বাহিনীর সশস্ত্র সদস্যরা৷

আরেক পত্রিকা বিটি জানায়, তদন্তকারীরা গোটা শরীর ঢাকা স্যুট পরে ঘটনাস্থলে গুরুত্বপূর্ণ আলামত খুঁজছেন৷ ইসরায়েলি দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি৷

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ টুইট করেন ডেনমার্কে ইসরায়েলের রাষ্ট্রদূত ডেভিড আকোভ৷ তিনি বলেন, ঘণ্টাখানেক আগে দূতাবাসের কাছে এই উদ্বেগজনক ঘটনায় আমি হতবাক৷

কোপেনহেগেনের ওই এলাকায় ইসরায়েল, ইরান, তুরস্ক, থাইল্যান্ড, রোমানিয়াসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে৷

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়