• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

রাশিয়ায় ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে ৪ সাংবাদিকের বিচার শুরু

ডয়েচে ভেলে

  ০৪ অক্টোবর ২০২৪, ১৬:১৭
সাংবাদিক
সংগৃহীত

পুতিন সরকারের সমালোচক নাভালনির সংগঠনকে সমর্থনের অভিযোগে রাশিয়ায় বুধবার চার সাংবাদিকের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে৷ ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর কয়েক সপ্তাহ আগে নাভালনির ফাউন্ডেশন ফর ফাইটিং করাপশন সংস্থাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছিল রাশিয়া৷

সাত মাস আগে কারাগারে আটক থাকা অবস্থায় মারা যান নাভালনি৷ তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পুরো ব্যাখ্যা পাওয়া যায়নি৷ বিচার শুরু হওয়া চার সাংবাদিক হলেন অ্যান্টোনিনা ফাভোরস্কায়া, কনস্টানটিন গাবোভ, সের্গেই কারেলিন ও আর্টেম ক্রিগার৷ অপরাধ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ছয় বছরের কারাদণ্ড হতে পারে৷ মার্চ ও এপ্রিল মাসে তাদের আটক করা হয়েছিল৷

বিচার প্রক্রিয়া শুরুর ৩০ মিনিট পর্যন্ত আদালতে সবার প্রবেশের অধিকার ছিল৷ এরপরই বিচারক নাটালিয়া বরিসেঙ্কোভা আদালত থেকে গণমাধ্যম ও জনসাধারণকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন৷ এখন থেকে এভাবেই বিচার চলবে বলে জানান তিনি৷ রাশিয়ায় এই ধরনের বিচার এখন প্রায় নিয়মিত হয়ে উঠছে৷

চার সাংবাদিকের পরিচয় ৩৪ বছরের ফাভোরস্কায়া একজন আলোকচিত্রী৷ মার্চে নাভালনির কবরে মানুষ ফুল দিচ্ছে এমন ছবি তোলার কয়েক ঘণ্টা পর তাকে আটক করা হয়৷ তিনি মস্কোর স্বাধীন গণমাধ্যম সোটাভিশনে কাজ করতেন৷ নাভালনির বিভিন্ন বিচার প্রক্রিয়ারও ছবি তুলেছেন ফাভোরস্কায়া৷ মৃত্যুর দুইদিন আগে আদালতে নাভালনির শেষবার উপস্থিতির ছবিও তোলেন তিনি৷ গাবোভ ও কারেলিন বিভিন্ন বিদেশি গণমাধ্যমের জন্য ভিডিও প্রতিনিধি হিসেবে কাজ করেছেন৷

নাভালনির সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ছবি ও ভিডিও তৈরির সঙ্গে তারা জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে৷ ক্রিগারও সোটাভিশন গণমাধ্যমে কাজ করেন৷ রাজনৈতিক বিচার ও বিক্ষোভ নিয়ে রিপোর্ট লিখতেন তিনি৷ নাভালনির পক্ষে কাজ করা তিন আইনজীবীর বিরুদ্ধেও সন্ত্রাসবাদের অভিযোগে গতমাসে বিচার শুরু হয়েছে৷ তারা কারাগারে থাকা নাভালনির বার্তা কর্মীদের দিতেন বলে অভিযোগ আনা হয়েছে৷ এভাবে নাভালনি কারাগারে থেকেও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পেরেছেন বলে অভিযোগ তদন্তকারীদের৷

আরটিভি/এএইচ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সাংবাদিক দম্পতি শাকিল-রুপার ব্যাংক হিসাবে ১৫ কোটি টাকা
সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার
সিরিয়াকে সন্ত্রাসবাদের কেন্দ্র হতে দেওয়া যাবে না: এরদোয়ান