• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, ৯৯ মার্কিন চিকিৎসকের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২৪, ১৪:৩৩

ফিলিস্তিনের গাজায় বছরজুড়ে ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি হাসপাতালও। অথচ কোনো যুদ্ধে হাসপাতালকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে হাসপাতালগুলো হামাসের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ব্যবহৃত হচ্ছে বলে দাবি করে আসছে ইসরায়েল। তাই ন্যক্কারজনক এসব হামলার বৈধতা দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এদিকে গাজার বিভিন্ন হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা পেশাদার ৯৯ মার্কিন চিকিৎসক জানিয়েছে, তারা কোনো হাসপাতালে সন্ত্রাসী কার্যকলাপ দেখেননি। খবর আনাদোলু এজেন্সির।

এই মার্কিন চিকিৎসকরা বলেছেন, বাইডেন প্রশাসনকে ইসরায়েলে সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থন বন্ধ করার আহ্বান।

প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে একটি চিঠিতে স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, তারা সম্মিলিতভাবে গাজার স্বাস্থ্যসেবা উন্নতির জন্য ২৫৪ সপ্তাহ ব্যয় করেছেন। চলমান ইসরায়েলি আক্রমণের ভয়ানক মানবিক পরিস্থিতি তুলে ধরেন তারা। ইসরায়েলের কৃতকর্মকে ‘কল্পনার বাইরে অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে দলটি।

চিঠিতে বলা হয়, আমরা একেবারে পরিষ্কার হতে চাই, আমাদের মধ্যে কেউ একবারও গাজার কোনো হাসপাতাল বা অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে ফিলিস্তিনি সন্ত্রাসী কার্যকলাপ দেখিনি।

আরটিভি/এআর/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজার পর ধ্বংসস্তূপ লেবানন, নিহত ২ হাজার ছাড়িয়েছে
সম্মিলিত সামরিক হাসপাতালে বিশাল নিয়োগ
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৪ জনের
হাসপাতাল থেকে বেরিয়ে হুইল চেয়ারে বসেই ‘উড়ন্ত চুমু’ দিলেন গোবিন্দ