• ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
logo

জার্মানিতে হলোকাস্ট শিকারদের স্মৃতিস্মারক-পাথর চুরি

ডয়েচে ভেলে

  ০৯ অক্টোবর ২০২৪, ২৩:৫৫
হলোকাস্ট
সংগৃহীত

জার্মানির পূর্বাঞ্চলীয় সাইটস শহরে যে হলোকাস্ট শিকারদের স্মৃতিস্মারক ১০টি পাথর (স্টাম্বলিং ব্লক) ছিল, সেগুলো চুরি হয়ে গেছে৷

স্টাম্বলিং ব্লক হলো এক ধরণের স্মৃতিপাথর যেখানে হলোকাস্টের সময়ে নিহতদের তথ্য খোদাই করা থাকে৷ ১০ সেন্টিমিটারের বর্গাকারের এই স্মৃতিস্মারক-পাথরের উদ্ভাবক শিল্পী গুন্টার ডেমনিং৷

ব্লকগুলো দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় বিভিন্ন মানুষকে নাৎসিরা হত্যা করার জন্য নিয়ে যাওয়ার আগে যেই বাড়িতে থাকতেন সেই বাড়ির সামনে স্থাপন করা থাকে৷ জার্মানির অনেক শহরেই এমন স্টাম্বলিং ব্লক রয়েছে৷

তবে কোনো কোনো শহর, যেমন মিউনিখ শহর কর্তৃপক্ষ স্থানীয় ইহুদিদের প্রতিবাদের মুখে এমন ব্লক স্থাপন করেনি৷ ওই ইহুদিরা কোনো মানুষের নাম এভাবে প্রদর্শনের পক্ষে নন৷

ক্ষমার অযোগ্য প্রদেশের গভর্নর গুটস উলরিস বলেন, যারা এই কাজটি করেছেন তারা হলোকাস্টকে আমাদের স্মৃতি থেকে সরিয়ে দিয়ে চায়৷

তিনি মনে করেন, স্টাম্বলিং ব্লক চুরি করে নিয়ে যাওয়া ক্ষমার অযোগ্য অপরাধ৷ সাইটস শহরের মেয়র কাথরিন ভেবার বলেন, এই ঘটনাটি স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি গণতন্ত্রের উপর হামলা৷ এ বিষয়ে একটি মামলাও দায়ের করেছেন তিনি৷

পুলিশের ধারণা, সপ্তাহান্তে এই চুরির ঘটনা ঘটেছে৷ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়