• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইসরায়েলের হামলায় একদিনে ৬১ ফিলিস্তিনি নিহত

আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২৪, ১২:৪৬
ফিলিস্তিন
সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৬১ জন নিহত হয়েছেন। এনিয়ে এক বছরে এ অঞ্চলে নিহতের সংখ্যা ৪২ হাজার ১২৬ জনে পৌঁছেছে।

গতকালের ঘটনায় আহত হয়েছেন আরও ২৩১ জন। এতে বছর জুড়ে আহত হওয়ার সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ১১৭ জনে। এসব হতাহতদের অধিকাংশই শিশু, নারী এবং বেসামরিক লোকজন।

শুক্রবার (১১ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত গাজা উপত্যকার অন্তত চারটি এলাকায় আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনীর ছোঁড়া গোলা ও রকেট।

নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি দাবি করে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনেক মৃতদেহ এবং আহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। পথ-ঘাট ধ্বংস হয়ে যাওয়া এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় লেবানন ও গাজায় নিহত আরও ৪৫
২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত
গাজা ও লেবাননজুড়ে ইসরায়েলি বর্বরতায় নিহত ১০৭
গাজায় আরও ৪০ জন নিহত, প্রাণহানি ৪৩ হাজার ৬০০ ছাড়িয়েছে