• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩১

আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২৪, ০৯:১৮

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চল ১৯ দিন ধরে অবরোধ করে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার জাবালিয়া শরণার্থীশিবিরে বোমা হামলা চালিয়ে অন্তত ৩১ জনকে হত্যা করা হয়েছে।

শুধু শরণার্থীশিবিরই নয়, হামলা থেকে বিদ্যালয়, হাসপাতাল কিছুই বাদ যাচ্ছে না। গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে উদ্বাস্তু হওয়া ফিলিস্তিনিদের আশ্রয়স্থলেও ফেলা হচ্ছে বোমা।

আল–জাজিরার প্রতিবেদনের তথ্য, ইসরায়েলি বোমার আঘাতে জাবালিয়ায় শরণার্থীশিবিরে বুধবার ২৩ (অক্টোবর) এক দিনে ৩১ জন নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালিয়ে ৩০০ সেনাসহ প্রায় ১ হাজার ১৪০ জনকে হত্যা করেন হামাসের যোদ্ধারা। গাজায় বন্দি করে নিয়ে আসেন প্রায় ২৫০ জনকে। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।

আরটিভি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত
গাজাবাসীকে পানি না দিয়ে গণহত্যা চালিয়েছে ইসরায়েল: হিউম্যান রাইটস ওয়াচ
গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৩৮
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৩১ ফিলিস্তিনি