• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নীলনদ উপত্যকায় মিললো সাড়ে তিন হাজার বছর আগের কুকুর

আফছার হোসাইন, মিশর প্রতিনিধি

  ২৪ অক্টোবর ২০২৪, ১৬:৩২

মিশরের পিরামিড, মমি, স্ফিংস, ফেরাউন এইসব এখনও পৃথিবীর অন্যতম রহস্যময় বিষয়। রহস্যঘেরা এগুলো নিয়ে আছে নানা মিথ নানা কাহিনী। সারা বিশ্বের মিশরবীদদের (ইজিপ্টোলজিষ্ট) কাছে মিশর এখনো এক রহস্য মোড়া, কুয়াশাঢাকা অধ্যায়। ইতিহাসবিদরা মিশর এর নাম শুনলে রোমাঞ্চিত অনুভব করেন।

ইতিহাসের পূর্বেও নাকি ইতিহাস আছে, এইতো গত সপ্তাহে গিজার দ্য গ্রেট পিরামিডের চূড়ায় পাখি দাওয়া করা কুকুরটিকে নিয়ে যখন বিশ্ব জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ঠিক তখনই নীলনদ উপত্যকা কিংস ব্যালির এক কবরে পাওয়া গেল ৩৫০০ বছরের পুরনো একটি কুকুরের মমি।

লোক্সরের কিংস ব্যালির কেভি-ফিফটি কবরে পাওয়া কুকুরের মমিটি ফেরাউন আমেনহোটেপ II এর পোষা কুকুর বলেই অনেকের বিশ্বাস।‌ যিনি ১৪০১ থেকে ১৪২৭ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মিশর রাজত্ব করেছিলেন।

কুকুরটিকে তার গলার মালা, এক বাটি জল এবং ১টি সুগন্ধির বোতলসহ সমাধিস্থ করা হয়েছিল তারই প্রভু ফারাও আমেনহোটেপ II এর সমাধিতেই।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কায়রোতে ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার মন্ত্রীর বৈঠক
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. ইউনূস
মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
মিশরে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নারী হাফেজের সাফল্য