• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

ভারতের নতুন প্রধান বিচারপতি সঞ্জিব খান্না

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২৪, ২২:৩২
ফাইল ছবি

ভারতের নতুন প্রধান বিচারপতি হিসেবে সঞ্জিব খান্নাকে নিয়োগ দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মু। আগামী ১১ নভেম্বর তিনি বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হবেন। খবর এনডিটিভির

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেগওয়াল মাইক্রো ব্লগিং সাইট এক্সে এই ঘোষণা দিয়েছেন।

ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে ২০১৯ সালে নিয়োগ পান সঞ্জিব খান্না। তবে তার এই নিয়োগ নিয়ে ওই সময় বিতর্কের সৃষ্টি হয়। কারণ, ৩৩ জন জ্যেষ্ঠ ও বিচারপতিকে টপকে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

বিচারপতি সজিব খান্না ১৯৬০ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে দিল্লি বার কাউন্সিলে ক্যারিয়ার শুরু করেন করেন সঞ্জিব খান্না। এরপর তিনি চলে যান দিল্লি হাইকোর্ট ও ট্রাইব্যুনালে।

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে যোগ দেওয়ার আগে দিল্লি হাইকোর্টে ২০১৫ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ ১৪ বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনের আগে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন বিচারপতি সঞ্জিব খান্না।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটুয়াখালী কারাগার থেকে মুক্তি পেলেন ভারতের ৩১ জেলে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ডালিমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি
সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
বাগেরহাট কারাগার থেকে মুক্তি মিলল ৬৪ ভারতীয় জেলের