• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২৪, ১২:৪৭
ইরান
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করে ইরান দাবি করেছে এসব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে যে কয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তাতে কিছু জায়গায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলি হামলার পর ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানলেও পরে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বিবৃতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

প্রতিরক্ষা বাহিনী বলেছে, রাজধানী তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

যে কয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তাতে কিছু জায়গায় খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েল জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

এ ছাড়া ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

আরটিভি/এএইচ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েল ও ফ্রান্সের মধ্যকার ম্যাচ বাতিলের দাবিতে বিক্ষোভ
ইউএনআরডাব্লিউএ’র সঙ্গে সম্পর্ক ছিন্ন, জাতিসংঘকে ইসরায়েল
ইসরায়েলি হামলায় নিহত নিজামের মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না
ইসরায়েলি হামলায় গাজায় ৪৮ ঘণ্টায় অর্ধশতাধিক শিশু নিহত