• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৯৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৮:৩৪

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকার একটি পাঁচতলা আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় শিশুসহ ৯৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ ছাড়াও ৪০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এ হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

গাজা সরকারের মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল থাওয়াবতা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া বলেছেন, হামলার শিকার পাঁচতলা ভবনটিতে গাজার বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন। হামলার পর আহত ব্যক্তিদের অনেককে হাসপাতালটিতে নেওয়া হয়েছে। হাসপাতালে যোগ দিয়ে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার জন্য সার্জনদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি গণমাধ্যমকে বলেন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদির অভাবে আহত ব্যক্তিদের অনেকে মারা যেতে পারেন।

আবু সাফিয়া আরও বলেন, বিশ্বের উচিত বসে বসে গাজা উপত্যকার গণহত্যার দৃশ্য না দেখে পদক্ষেপ নেওয়া।

হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সাফিয়া।

গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের চিকিৎসা দেওয়ার জন্য প্রধানকেন্দ্র এ কামাল আদওয়ান হাসপাতাল। কয়েক দিন আগে সেখানকার বেশ কয়েকজন চিকিৎসককে আটক করে ইসরায়েলি বাহিনী। শুধু তিনজন চিকিৎসককে সেবা দেওয়ার জন্য সেখানে রাখা হয়।

আরটিভি/এআর/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি বিমান হামলায় নিহত গাজার পুলিশ প্রধান 
আল জাজিরার সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ
ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত
হাসপাতালে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু