• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

জনমত জরিপ: ট্রাম্পের ঘাঁটিতে এগিয়ে কমলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ১৪:১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর। বিশ্বজুড়ে চলছে জল্পনা-কল্পনা, কে হতে যাচ্ছেন পরাক্রমশালী দেশটির প্রেসিডেন্ট? সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাকি ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস? ভোটের আগে চলছে জনমত জরিপ। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আইওয়া অঙ্গরাজ্যে জনমত জরিপে চমক দেখিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।

২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আইওয়ায় সহজ জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই অঙ্গরাজ্যে নতুন এক জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন কমলা হ্যারিস। আইওয়ার ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

গত ২৮ থেকে ৩১ অক্টোবর এই জরিপ পরিচালিত হয়। মোট ৮০৮ জন ভোটার জরিপে অংশ নেন। গতকাল শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে কমলা ৪৭ শতাংশ ও ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

এর আগে সেপ্টেম্বরের জরিপে ট্রাম্প ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।

জরিপ পরিচালনাকারী পত্রিকা দ্য রেজিস্টার বলেছে, জনমত জরিপে দেখা গেছে- নারীরা, বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে।

ট্রাম্প ২০১৬ সালে আইওয়ায় ৯ শতাংশের বেশি পয়েন্ট ব্যবধানে এবং ২০২০ সালে ৮ পয়েন্ট ব্যবধানে জিতেছিলেন।

এদিকে অন্য একটি জরিপে কমলার চেয়ে ট্রাম্প এগিয়ে আছেন। গত ১ ও ২ নভেম্বর পরিচালিত এমারসন কলেজ পোলিং/রিয়ালক্লিয়ারডিফেন্সের ওই জরিপে কমলার চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প।

আরটিভি/ ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পকে কমলার অভিনন্দন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২৬৭, কমলা ২২৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২৪৮, কমলা ২১৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ঠাঁই পেল বাংলা