ভোটারদের উদ্দেশে যে বার্তা দিলেন ট্রাম্প-কমলা
পুরো বিশ্ববাসীর চোখ আজ যুক্তরাষ্ট্রে। কারণ, দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। আগামী চার বছর বিশ্ব রাজনীতির মেরুকরণে কে প্রভাব বিস্তার করবেন, বর্তমানে চলছে তারই পরীক্ষা। এ অবস্থায় ভোটারদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন প্রধান দুই দলের প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।
ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এক এক্স পোস্টে লিখেছেন, ‘আমেরিকা, এটা আপনাদের আওয়াজ তোলার মুহূর্ত।’
অপরদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও কম যান না। কয়েক ঘণ্টা আগে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘এটা বেরিয়ে আসার ও ভোট দেওয়ার সময়। আমরা একসঙ্গে—আমেরিকাকে আবার মহান করতে পারব!’
প্রসঙ্গত, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে এবার স্মরণকালের সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটযুদ্ধ হচ্ছে। দেশটির ইতিহাসে এবারই প্রথম ভারতীয় বংশোদ্ভূত কোনো নারী প্রার্থীর মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা দেখা দিচ্ছে। তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে ইতিহাস হবে।
অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দমে যাওয়ার পাত্র নন। তারও জনপ্রিয়তা রয়েছে। এখন এই দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি ভোটযুদ্ধের ফলাফলের অপেক্ষায় বিশ্ব। দেখা যাক, কে হাসে বিজয়ীর হাসি! কার হাতে ওঠে আগামী দিনের নেতৃত্বের চাবি।
আরটিভি/আইএম/এসএ
মন্তব্য করুন