• ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
logo

যে কারণে ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ২১:৪১
ট্রাম্প,পুতিন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে তাকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা। তবে ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (৬ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানান।

তিনি বলেন, রাশিয়া সতর্কতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য পর্যবেক্ষণ করছে। ‘সুনির্দিষ্ট বক্তব্য ও উদ্যোগ’ না দেখা পর্যন্ত আনুষ্ঠানিক মূল্যায়ন করার কোনো সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, ভুলে গেলে চলবে না যে আমরা একটি ‘অবন্ধুসুলভ’ দেশের কথা বলছি, যেই দেশ আমাদের দেশের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে রয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, কোনো কিছু বলতে গেলে এখনও কিছু দিন অপেক্ষা করতে হবে। কারণ, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও প্রায় দেড় মাস হোয়াইট হাউসে থাকবেন।

তিনি বলেন, ট্রাম্প ওভাল অভিসে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন বা প্রবেশ করবেন। পরবর্তীতে এ ব্যাপারে বক্তব্য দেওয়া হবে। যদিও আমরা সবকিছু বিশ্লেষণ করছি। আমরা শুরু থেকেই বলে আসছি সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে। যদিও তা রাতারাতি সম্ভব নয়।

এদিকে ট্রাম্পের জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক ‍রুতে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।

এ ছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, আয়ার‌ল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, আর্জেন্টিনার প্রধানমন্ত্রী জাভিয়ের মিলেই, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফারডিনান্ড মার্কোস জুনিয়রও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ডোনাল ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ট্রাম্প হতে যাচ্ছেন সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তার বয়স বর্তমানে ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইলন মাস্ক রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পকে তারেক রহমানের অভিনন্দন
একনজরে ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে যা জানাল রাশিয়া